মাগুরা: মাগুরা শ্রীপুর সদর উপজেলা সাহেবপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে মো. রোমান মন্ডল (৪) নামের এক শিশুর মৃ্ত্যু হয়েছে। নিহত রোমান সাহেবপাড়া গ্রামের রুবেল হোসেন মন্ডলের ছেলে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে বসতবাড়ি ও আবসাবপত্র পুড়ে যায়। শনিবার (২৭ মার্চ) বিকেলে সাহেবপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাহেবপাড়া গ্রামের মোক্তার মন্ডল বাংলানিউজকে বলেন, রান্নাঘর থেকেই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। রান্না বসিয়ে রাঁধুনী অন্য কাজে ব্যস্ত থাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বসতঘরটি ছিল পাটকাঠি দিয়ে তৈরি। যে কারণে আগুন দ্রত ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে শিশু থাকায় আগুনে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা করেন। তিনি জানান, আগুনে দগ্ধ পরিবারটি অতি দরিদ্র। তাদের দু’টি বসতঘর ছিল। দু’টিই আগুনে পুড়ে গেছে। এতে কৃষক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। সমাজের গণ্যমান্য বিত্তবান সকলের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শ্রীপুর থানার ওসি আলী আহম্মদ মাসুদ জানান, অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু হয়েছে। বসতঘরটি ছিল পাটকাঠি দিয়ে তৈরি। ধারণা করছি, রান্নাঘর থেকে আগুনের ঘটনা ঘটেছে।
মাগুরা শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আক্কাস আলী জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় ঘরের মধ্যে থাকা শিশুটি আগুনে ঝলসে যায়। পরে হাসপাতালে নেওয়ার শিশুটির মৃত্যু হয়। শ্রীপুর দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
ইউবি