ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় দিয়া মনি (৬) নামের এক শিশু মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্বজনরা।  

শনিবার (২৭ মার্চ) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকায় বেসরকারী আভিসিনা হাসপাতালে এই ঘটনা ঘটে।

দিয়া মনি শহরের দিয়ার ধানগড়া মহল্লার ছোটন আহম্মেদের মেয়ে।  

শিশুটির চাচা রাসেল আহমেদ অভিযোগ করে বলেন, পিত্তথলিতে পাথর জনিত সমস্যার কারণে শনিবার বিকেলে দিয়া মনিকে আভিসিনা হাসপাতালের সার্জন ডা. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের অবহেলায় রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসকের তার মৃত্যু হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘন্টা, মার্চ ২৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।