ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ২, ৪ গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
নারায়ণগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ২, ৪ গাড়িতে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত কয়েকটি পয়েন্টে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে ফাঁকা গুলিও ছোড়েন পুলিশ ও বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে দু’জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। এসময় চার যানবাহনে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর চালিয়েচে হরতাল সমর্থকরা।

সিদ্ধিরগঞ্জ এলাকা পুরোটাই হেফাজতে ইসলামের দখলে রয়েছে। তারা সেখানে সড়কে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে হরতাল পালন করছে।  

হরতাল সমর্থকরা সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় দু’টি ট্রাক, একটি মাইক্রোবাস, ও একটি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।  

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।