ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৮ এপ্রিল থেকে অবৈধ দখল উচ্ছেদ চালাবে পানি সম্পদ মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
৮ এপ্রিল থেকে অবৈধ দখল উচ্ছেদ চালাবে পানি সম্পদ মন্ত্রণালয়

ঢাকা: আগামী ৮ এপ্রিল থেকে সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে পানি সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৯ মার্চ) দুপুরে মন্ত্রণালয়স্থ অফিসকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা প্রশাসন, পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নানা দিকনির্দেশনা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

 

প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫৩ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়।  

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, সারাদেশে উচ্ছেদ কার্যক্রমে আমাদের সাফল্য উল্লেখযোগ্য। উচ্ছেদকৃত জায়গায় খননকাজ বা বৃক্ষরোপণ অবিলম্বে শুরু করা হবে। হতদরিদ্র ও নদীভাঙন কবলিত ভূমিহীনদের বিকল্প স্থানে পুনর্বাসন করা হবে। নদী ব্যবস্থাপনায় পুনরুদ্ধারকৃত জমি ক্ষেত্র ভেদে সরকারের আশ্রয়ণ প্রকল্পের জন্য দেওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ওয়াহেদ উদ্দীন চৌধুরী, ৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।