ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন: পররাষ্ট্রমন্ত্রী ‘শেখ হাসিনা সরকার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে রাজু আলীমের লেখা ‘শেখ হাসিনা সরকার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. এ কে মোমেন বলেন, আমাদের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গে বহু নেতা জন্ম নিয়েছেন, কিন্তু একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র কেউ উপহার দিতে পারেননি। সে চেষ্টাও কেউ করেননি। যিনি এটা চিন্তা এবং চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য বলা যায় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনন্যা প্রকাশের প্রকাশক মনিরুল হক, ‘শেখ হাসিনা সরকার’ বইয়ের লেখক রাজু আলীম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফরিদা পারভিন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।