ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রাণহানি এড়াতেই নীরব ছিল প্রশাসন: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
প্রাণহানি এড়াতেই নীরব ছিল প্রশাসন: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ব্রাহ্মণবাড়িয়া: প্রাণহানি এড়াতেই প্রশাসন নীরব ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি।  

তিনি বলেন, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যে কৌশল নেওয়া দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যবস্থা নিয়েছে।

জীবন রক্ষা করাও আইনশৃঙ্খলা রক্ষার অংশ।  

হেফাজতের তাণ্ডবের সময় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিষ্ক্রীয় ছিল- স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন বিভাগীয় কমিশনার।  

সোমবার (২৯ মার্চ) বিকেলে তিনি রেলস্টেশন, পৌরভবন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরসহ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।  

কমিশনার বলেন, তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত করে কার কতটুকু দায়িত্ব ছিল সেটা নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।