ঢাকা: শিল্পকলা একাডেমির উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের জন্য ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার (২৯ মার্চ) জাতীয় সংসদের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) অনুপস্থিতিতে কমিটির সদস্য অসীম কুমার উকিলের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশ নেন।
বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডি বা সমীক্ষা সম্পন্ন করে ডিপিপি প্রণয়নের উদ্যোগ নিয়ে পরবর্তী বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবহিত করার সুপারিশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসকে/এএ