মুন্সিগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাটকা বোঝাই একটি ট্রলারকে ৮ কিলোমিটার ধাওয়া করে প্রায় ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
সোমবার (২৯ মার্চ) শেষ রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে এসব জাটকা জব্দ করা হয়।
মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান জানান, ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে পাঁচ নম্বর ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ধাওয়া করার পর ট্রলারটি একটি ঘাটে নোঙর করে অভিযুক্তরা পালিয়ে যায়। সে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ২৬টি ড্রাম ভর্তি প্রায় ৬০০০ কেজি (১৫০ মণ) জাটকা জব্দ করা হয়েছে। এসব অভিযান শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
আরএ