ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ২ জনের আত্মহত্যা প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় সাদিয়া (১৭) ও নাচোলের রাজবাড়ির হাটে রতন খালেকো (৪২) নামে দুজন আত্মহত্যা করেছেন।  

খোঁজ নিয়ে জানা যায়- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আকন্দবাড়ীয়া এলাকার সেলিম রেজার মেয়ে সাদিয়া (১৭) সোমবার দিবাগত গভীর রাতে তার নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে  মরদেহ উদ্ধার করে।  

সদর থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, সাদিয়া মানসিক সমস্যায় ভুগছিল।

অন্যদিকে নাচোল ইউনিয়নের রাজবাড়ী এলাকার সখিন খালেকোর ছেলে রতন খালেকো (৪২)  সোমবার দিবাগত রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিনো হয়েছিলো। তারা মরদেহ উদ্ধার করেছে।  
সব আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরো জানান, ওই ব্যক্তি পেটের ব্যথাসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।