চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে দুই টন (২০০০ কেজি) জাটকা জব্দ ও তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুরের টহলরত সদস্যরা। আটক পাচারকারীদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিশকাতুল ইসলাম।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি পিকআপভ্যানে থাকা ড্রামে সংরক্ষিত ২ হাজার কেজি জাটকা ও তিন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাচারকারী তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
আরএ