ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরের হোসেনপুর বাগানবাড়ি ও হোসেনপুর দক্ষিণ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিবুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই দুটি মহল্লায় পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১ 
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।