ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
অভয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

যশোর: যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মহাকাল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহত মোটরসাইকেল চালকের নাম ও পরিচয় জানাতে পারেনি।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকাল ৯টা ৩৬ মিনিটে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছায়। পৌঁনে ৯টার দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার মহাকাল এলাকার অনুমোদনহীন রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল যশোর-খুলনা মহাসড়কে উঠতে যাচ্ছিল। এসময় ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে। আর চালকের দেহ রেললাইনের পাশে পড়ে ছিল।

নওয়াপাড়া স্টেশনমাস্টার মহসিন রেজা বাংলানিউজকে বলেন, মহাকাল রেলক্রসিংটি অবৈধ। একটি মোটরসাইকেল ওই রেলক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। ট্রেনটি চেঙ্গুটিয়া স্টেশনের থেকে কিছুটা দূরে সাত মিনিটের মতো থেমে ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি। নাম ও পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।