ঢাকা: রাজধানীর গাবতলী থেকে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের মো. হানিফ (৪৫) ও মো. তমাল হোসেন (৩০)। অভিযানকালে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
জিয়াউর রহমান চৌধুরী জানান, গত সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫৮০ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরেই লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে পিকআপের কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে তা ঢাকার বিভিন্ন স্থানে মাদককারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জিয়াউর রহমান চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসজেএ/আরবি