ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের ৬ মামলায় আসামি ২৯২৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের ৬ মামলায় আসামি ২৯২৫ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিনভর সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে।  

সোমবার (২৯ মার্চ) রাতে আলাদাভাবে এসব মামলায় দায়ের করা হয় বলে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এর মধ্যে পুলিশের দায়ের করা পাঁচটি মামলায় ১২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৩শ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে র‌্যাবের মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ৫শ জনকে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রোববারের ঘটনায় হত্যার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি, সরকারি সম্পদের ক্ষতি ইত্যাদি বিভিন্ন অভিযোগে পুলিশের পক্ষ থেকে পাঁচটি ও র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার রাতেই মামলাটি দায়ের করা হয়েছে।

‘মামলায় হেফাজতের ব্যানারে নাশকতাকারীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। গ্রেফতারে অভিযান চলছে। ’

রোববার ভোর ৬টা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কের শিমরাইল, সানারপাড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে, বালুর বস্তা রেখে, টায়ারে আগুন জ্বালিয়ে ও লাঠিসোটা নিয়ে অবরোধ করে রাখে। এসময় কয়েকটি ট্রাক চলাচল করতে চাইলে বিক্ষোভকারীরা ঢিল ছুড়ে ট্রাকের গ্লাস ভাঙচুর করে।  
এসময় র‌্যাব, পুলিশ, বিজিবি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকবার মহাসড়ক থেকে সরিয়ে দিতে গিয়ে ব্যর্থ হয়। বেলা ১১টায় বিক্ষোভকারী হেফাজত ইসলামের নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  

সন্ধ্যা পর্যন্ত তারা ৭টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ৪টি বাস, ১টি মাইক্রোবাস, ৩টি পিকআপে আগুন জ্বালিয়ে দেয়। রাত ৯টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় আন্দোলনকারীদের নিবৃত করতে পুলিশ শটগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হাজার রাউন্ড গুলি ও ১৫০ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে বলে জেলা পুলিশ জানায়।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।