ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্লাস্টিক গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ফেনীতে প্লাস্টিক গোডাউনে আগুন

ফেনী: ফেনী শহরের তাকিয়া রোডের একটি ভবনের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ভবনটির তৃতীয় তলার প্লাস্টিক গোড়াউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে প্লাস্টিক জাতীয় পণ্যের ওই গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফেনী সদর, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গোডাউনে শাহী টয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের শিশুদের খেলনা মজুদ ছিল। এছাড়া সুরুজ ইলেকট্রিক নামে একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিকসামগ্রী ও সোহেল ক্রোকারিজ নামে অপর একটি প্রতিষ্ঠানের প্লাস্টিক জাতীয় পণ্য মজুদ ছিল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহী টয় ট্রেডার্স মালিক ফিরোজ ভুইয়া, সুরুজ ইলেকট্রিকের মালিক নিজাম উদ্দিন ও সোহেল ক্রোকারিজের মালিক এমদাদ হোসেনের দাবি, তাদের গোডাউনে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র বাংলানিউজকে জানান, গোডাউনে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তাই আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।