টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল থেকে মো. তোতা তালুকদার (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ঝুনকাইল দক্ষিণপাড়ার ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তোতাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসআই