গাজীপুর: গাজীপুরে একটি প্রাইভেটকার ও দু’টি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- মাদারীপুরের আরব আহম্মেদ ওরফে বাদশা মিয়া (৪০), ময়মনসিংহের জসিম উদ্দিন (৩০), বরিশালের মো. জুয়েল রানা (৪০), নেত্রকোনার মো. রমজান আলী (৬০), কুড়িগ্রামের ফুলজার আলী ওরফে সাগর (৩৪), মাসুদ রানা (৩৫) ও জামালপুরের মো. ছোবাহান খা (৩৫)।
বুধবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার।
ওসি নিতাই চন্দ্র সরকার জানান, চোরচক্রের সদস্যরা প্রাইভেটকারযোগে গাজীপুরের বিভিন্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরে তারা সুযোগ বুঝে অটোরিকশা ভাড়া নেয় এবং অটোরিকশা নির্জন স্থানে গেলে বিশ্রাম নেওয়ার কথা বলে সঙ্গে থাকা ফ্লাক্স থেকে কৌশলে অটোচালককে চা পান করায়। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। পরে তা গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা নান্দুন এলাকায় মাসুদ রানার গ্যারেজে কম দামে বিক্রি করে দেন। গ্যারেজ মালিক মাসুদ ওই রিকশার যন্ত্রাংশ খুলে এবং অটোরিকশার রং পরিবর্তন করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করেন।
গত মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় চক্রটি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে চারজনকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার ও দু’টি অটোরিকশা, একটি চায়ের ফ্লাক্স ও কিছু নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
আরএস/ওএইচ/