গোপালগঞ্জ: করোনা মহামারির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারী কিউরেটর নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশাধিকার আগামীকাল ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত গোপালগঞ্জে করোনায় ৩৫ জন মারা গেছেন এবং ৩২২৮ জন আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি