ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
মিয়ানমারের অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশের প্রতিনিধির অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩১ মার্চ) ডি-৮ সম্মেলন নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দেন তিনি।

ড. মোমেন বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে শুধু বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে যাননি, সেখানে আরও ৮টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে এটা (সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ) নিয়ে যারা হৈ চৈ করছেন, তারা কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে ব্যবসা বন্ধ করেননি। সেখানে ২৫ হাজার রোহিঙ্গা মারা গেল, নির্যাতন হলো, তখন তো তারা মিয়ানমারকে বয়কট করেননি।

গত ২৭ মার্চ মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ড অংশ নেয়। মিয়ানমারের সামরিক সরকারের আমন্ত্রণে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।