ঢাকা: জাতীয় সংসদের অধিবেশন বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
করোনা ভাইরাস মহামারির কারণে সংসদের এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ হলে অধিবেশনে যোগ দিতে পারবেন। সেই অনুযায়ী তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে।
গত কয়েকটি অধিবেশন এভাবেই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। এছাড়া সংসদের এবারের অধিবেশনেও সাংবাদিকরা সরাসরি সংসদ ভবনে গিয়ে অধিবেশন কাভার করতে পারবেন না। অধিবেশনের কার্যক্রম সংসদ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচার থেকে রিপোর্ট কাভার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসকে/এএটি