ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়েসহ নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়েসহ নিহত ৩

সিলেট: সিলেটে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশী কাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২) ও সিএনজি অটোরিকশাচালক ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশা চালক ও এক নারীর মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
 
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক ও যাত্রী রাহেলা বেগম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কামরুন্নাহার শিপা বেগমও মারা যান। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।