সিলেট: প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্তভঙ্গে দুই যুক্তারাজ্য প্রবাসীর জেল জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেট মো. মেজবাহ উদ্দিন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুরের মো. আব্দুন নুর (৪২) ও একই এলাকার আলম হাসান রউফ (৩৬)। অর্থদণ্ড আদায়ক্রমে দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বুধবার (৩১ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ মার্চ লন্ডন থেকে ১৪০ যাত্রী আসেন সিলেটে। তন্মধ্যে মো. আব্দুন নূর এবং আলম হাসান রউফ সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন নগরের দরগাহ গেট হোটেল স্টার প্যাসিফিক ৭০৩ ও ৭০৪ রুমে। গত ২৯ মার্চ সাতদিন কোয়ারেন্টিন অতিবাহিত হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।
কিন্তু অভিযুক্তরা কোয়ারেন্টিন ভঙ্গ করে ৩০ মার্চ দুপুর সাড়ে ১২টায় করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল আসার আগেই হোটেল থেকে চলে যান। তাদের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে ফোন ধরেনি। এরপর তারা হোটেল স্টার প্যাসিফিকে সন্ধ্যা ৬টার দিকে ফিরে আসেন। হোটেল থেকে কোয়ারেন্টিন ভঙ্গ করে বেরিয়ে যাওয়ার ঘটনায় তাদের জেল জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনইউ/এএ