ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাদরাসার শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রিন্সিপালসহ শিক্ষক গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
মাদরাসার শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রিন্সিপালসহ শিক্ষক গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৩১ মার্চ) দুপুরে গ্রেফতার আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।

 

এর আগে, মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল ও এক শিক্ষককে আটক করে পুলিশ। পরে সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাদরাসার প্রিন্সিপালসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আকরাম হোসেন ও তার ভাই শিক্ষক আব্দুর রহমান নবী। তারা ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পশ্চিম শালকোণা গ্রামের জনব আলীর ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল রহান তালুকদার (১৮) বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর কদমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৯ মার্চ) বিকেলে মাদরাসার সাইফুল রহমান তালুকদার নামে শিক্ষার্থীকে মারধর করেন প্রিন্সিপাল আকরাম হোসেন। পরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে যায়। পরে একটি ভ্যান চালকের নম্বর থেকে ফোন আসে তার বাবার কাছে। তার বাবাকে জানানো হয় তিনি রাস্তার পাশে একটি দোকানে বসে কান্না করছে। তখন ওই ভ্যানচালক সাইফুলকে নবীনগরে তার মামার বাসায় দিয়ে আসে। পরে সাইফুলের বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার রাতে প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাদরাসার প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে তার ছেলেকে মারধরের অভিযোগ করেছেন। এ ঘটনায় রাতেই অভিযুক্ত প্রিন্সিপালসহ মাদরাসাটির আরেক শিক্ষককে আটক করা হয়েছে। সকালে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।