ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১৭৮ উপজেলা যুব প্রশিক্ষণ-বিনোদনকেন্দ্র নির্মাণের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
১৭৮ উপজেলা যুব প্রশিক্ষণ-বিনোদনকেন্দ্র নির্মাণের সুপারিশ

ঢাকা: প্রথম পর্যায়ে ১৭৮টি উপজেলা যুব প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৩১ মার্চ) জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়৷ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে যুব প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭৮টি উপজেলা যুব প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র নির্মাণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এ বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরিকল্পনা বাস্তবায়ন এবং অবকাঠামো নির্মাণের জন্য ওই প্রতিষ্ঠান সংলগ্ন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জমি জরুরি ভিত্তিতে হস্তান্তর করতে স্থায়ী কমিটির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেয়। খেলাধুলার মানোন্নয়নে যে কোনো ক্রীড়া সামগ্রী আমদানীর ক্ষেত্রে শুল্কমুক্ত রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাসে ক্রীড়া পরিদপ্তরের প্রশাসনিক ভবন, শারীরিক শিক্ষা কলেজ এর একাডেমিক ভবন ও অন্যান্য আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পের ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য কমিটি সুপারিশ করে।

এছাড়া অধিকাংশ নারী কর্মীদের কাজের সুবিধার্থে দীর্ঘ ৩৬ বছর ধরে পরিচালিত মোহাম্মদপুর ড্রেস মেকিং, ব্লক বাটিক অ্যান্ড স্কিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার, জেড-১৬, রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোড, ঢাকা অফিসটি অন্যত্র স্থানান্তর না করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।