কুড়িগ্রাম: কুড়িগ্রামে গাঁজাসহ কুদ্দুস মণ্ডল (২৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা শহরের ভোকেশনাল মোড় থেকে ওই চালককে আটক করা হয়।
আটক কুদ্দুস জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মণ্ডলটারী গ্রামের মৃত জাহাঙ্গীর মণ্ডলের ছেলে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম-উলিপুর সড়কে জেলা শহরের ভোকেশনাল মোড় এলাকা থেকে ওই অটোচালককে গাঁজাসহ আটক করা হয়। কুদ্দুস নিজের অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় গাজা সংরক্ষণ করে উলিপুর উপজেলার দিকে যাচ্ছিলেন।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী কুদ্দুস ফুলবাড়ী থেকে গাঁজা নিয়ে উলিপুরে যাচ্ছিল। তার নামে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া এই গাঁজা চালানের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এফইএস/এএটি