ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
খাগড়াছড়িতে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি: করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ১৪ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ফেসবুক পেজে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে করোনা সংক্রমণ রোধে প্রশাসন থেকে ১৪টি নির্দেশনা জারি করা হয়েছিল।

এছাড়াও করোনা সংক্রমণ রোধে রাত ১০টার পর জরুরি প্রয়োজন ব্যতীত সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা এবং ওষুধের দোকান ব্যতিত অন্য সব দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ি পর্যটন এলাকা হওয়ায় সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া সাজেক খাগড়াছড়ি হয়ে যেতে হয়। তাই সংক্রমণ রোধে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে স্বার্থে আপাতত ভ্রমণ থেকে বিরত থাকায় উত্তম। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এর আগে গত বছরের ১৮ মার্চ করোনা সংক্রমণ বাড়ায় জেলায় পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে একই বছরের ২৮ আগস্ট প্রায় পাঁচ মাস পর বিশেষ শর্তে পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়।

এদিকে রাঙামাটির পর্যটনকেন্দ্রও বন্ধের নির্দেশনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।