ঢাকা: পরিকল্পনা কমিশনের দুই সদস্য (সচিব) করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা হলেন- একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) পরিকল্পনা কমিশন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে ড. শামসুল আলম হাসপাতালে ও মামুন-আল-রশীদ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদের একান্ত সচিব (সিনিয়র সহকারী প্রধান) মোহাম্মদ বারিউল করিম খান বাংলানিউজকে বলেন, ‘স্যার (মামুন-আল-রশীদ) করোনায় আক্রান্ত হয়েছেন। জ্বর ও মাথাব্যাথা আছে। রোববার (২৮ মার্চ) করোনা পজিটিভ আসে। প্রথমে হাসপাতালে গিয়েছিলেন। স্যারের অক্সিজেনের সেচুরেশন এখন পর্যন্ত ভালো। গায়ে জ্বর আছে। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক বললে স্যারকে আবারও হাসপাতালে নেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমআইএস/ওএইচ/