কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় বজ্রপাতে বিল্লাল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্টপুর গ্রামের ডুবিয়ার বন্দে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার (৩১ মার্চ) বিকেলে বাড়ির পাশের ডুবিয়ার বন্দের জমি থেকে লাউ আনতে যান কৃষক বিল্লাল। এ সময় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি