রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রবিন আহম্মেদ (১৮) নামে আরেক যুবক আহত হয়েছেন।
মোটরসাইকেল চালক মেহেদী হাসান উপজেলার বাউসা সরকার পাড়া গ্রামের মোকাম আলীর ছেলে। রবিন মোটরসাইকেল আরোহী।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আড়ানী বেড়েরবাড়ি ধীরেন কামারের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, নিহত মেহেদী হাসান ও আহত রবিন আহম্মেদ একই মোটরসাইকেলে আড়ানী বেড়েরবাড়ি হয়ে আড়ানী বাজারে যাচ্ছিল। সড়কের বেড়েরবাড়ি ধীরেন কামারের বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় মেহেদী ও রবিন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিবেদিকা চ্যাটার্জি মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে হাসপাতালে ভর্তি হয়েছে। সে বর্তমানে হাসপালেই চিকিৎসাধীন।
রাজশাহীরবাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল বারী জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসএস/ওএইচ/