কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় গোডাউন থেকে জসিম (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের পুরানবাজারের একটি গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম (৩০) ইটনা উপজেলার সদর ইউনিয়নের মৃর্দাহাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জসিম তার ব্যবসার গোডাউনে যান। রাতে তিনি বাড়িতে ফেরেননি। বুধবার সকালে জসিমের দোকান কর্মচারী ও তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে গোডাউনের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। তখন ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের দরজার ছিটকারী ভেঙে ভেতরে ঢুকে গোডাউনের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জসিমের মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি