ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পট বন্ধের ঘোষণা আসছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
শিগগিরই কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পট বন্ধের ঘোষণা আসছে সমুদ্র সৈকত

কক্সবাজার: খুব শিগগিরই কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধের ঘোষণা আসছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
 
বুধবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলা প্রশাসক বাংলানিউজকে জানান, আপাতত সরকারের জারি করা ১৮ নির্দেশনা মত সৈকতে পর্যটক সমাগম সীমিত করার জন্য কাজ চলছে।


 
আগের মত সমুদ্র সৈকতে ব্যাপক জনসমাগম হতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন সৈকতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তবে খুব শিগগিরই পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা আসবে।
 
জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা ফলপ্রসু হয় না। আমরা ফলপ্রসু সিদ্ধান্ত নিতে চাই।
 
কক্সবাজারের সঙ্গে অন্য জেলার তুলনা করলে হবে না জানিয়ে জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, কক্সবাজার পর্যটন শিল্পের পরিধি ব্যাপক। অনেকগুলো স্টেকহোল্ডার এই পর্যটনের সঙ্গে সম্পৃক্ত। সবার সঙ্গে আলাপ আলোচনা করে খুব শিগগিরই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।