ঢাকা: রাজধানীর আদাবরে মাদকবিক্রেতার ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৩৭) নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত ওই পুলিশ কর্মকর্তা আদাবর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে আদাবর শেখেরটেক ৫ নম্বর রোড ৫৫ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রাত্রিকালীন ডিউটি করার জন্য থানায় যাচ্ছিলেন তিনি। তখন শেখেরটেক এলাকায় অতিক্রম করার সময় দেখতে পান লিস্টেড মাদকবিক্রেতা হাসু ও তার সহযোগী মিলন ইয়াবা বিক্রি করছেন। তখন তাদের জাপটে ধরার চেষ্টা করলে, একপর্যায়ে তারা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তার পেটে ৮টি সেলাই দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় মিলন ও হাসু পালিয়ে গেলেও হাসুর শাশুড়ি মিনারা বেগমকে (৪৫) আটক করা হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। সেই মামলায় মিনারা বেগমকে ৎ গ্রেফতার দেখানো হবে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপিল ০১, ২০২১
এজেডএস/আরএ