হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিনটি ইউনিয়নে ২০ মিনিট শিলাবৃষ্টি ও প্রায় এক ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়েছে। এতে শতাধিক ঘরবাড়ি, বোরো ধানের জমি ও সবজির ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী, ধর্মঘর ও বহরা ইউনিয়নে কালবৈশাখী আঘাত হানে। রাত প্রায় ১১টা পর্যন্ত ঝড় স্থায়ী ছিল। এক ঘণ্টার মধ্যে প্রায় ২০ মিনিট ধরে শিলা পড়েছে।
স্থানীয়রা জানান, ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও তিনটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া শিলাবৃষ্টির কারণে কেবলমাত্র ধান হতে শুরু হওয়া বোরো গাছ ও বিভিন্ন ধরনের সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির পর কৃষকরা রাতেই মাঠে ছুটে গেছেন।
চৌমুহনী ইউনিয়নের আলী খান, খোকন মিয়া ও রুবেল মিয়া বাংলানিউজকে জানিয়েছেন, তাদের বোরো জমির চারাগুলো ধান বের হওয়ার অপেক্ষায়। এ সময়ে শিলাবৃষ্টির কারণে জমিগুলোর ধানের ভেতরে চাল থাকবে না। এতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনটি ইউনিয়নের আরও অনেক কৃষকের সবজি ক্ষেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
বাংলাদেশ: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
আরএ