ঢাকা: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কারাগারের বন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কারা অধিদপ্তর সময়সীমা কমিয়ে দেয়।
বুধবার (৩১ মার্চ) রাতে কারা সূত্র জানায়, আগামী ১ এপ্রিল থেকে একজন কারাবন্দি তার পরিবারের ১ জন সদস্যের সঙ্গে মাসে ১ বার দেখা করতে পারবেন।
কারা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামান কারা অধিদপ্তরে একটি চিঠি দেন। চিঠিতে করোনার প্রাদুর্ভাব এড়াতে বন্দিদের প্রতিমাসে ১ বার সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে পহেলা এপ্রিল থেকে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের বার্তা পাওয়ার পরপরই দেশের ৬৮ কারাগারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের মার্চে করোনাকালীন বন্দিদের সঙ্গে তার পরিবারের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে এ বছরের মার্চ মাস থেকে বন্দিদের মাসে ২ দিন পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত আজ বুধবার পর্যন্ত বহাল ছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসেবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এজেডএস/আরএ