ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় শিশু অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
আলমডাঙ্গায় শিশু অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি অপহৃত সিফাত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিল্মি স্টাইলে কাজী ফারহান সিফাত নামে ৫ বছরের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলেজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুইজন ফিল্মিস্টাইলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের দুই ঘণ্টা পর অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা দন্ত চিকিৎসক কাজী সজিবের কাছে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ঘটনার পর থেকেই শিশু সিফাতকে উদ্ধারে পুলিশের বেশ কয়েকটি কাজ করছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।