কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।
আহতদের মধ্যে তিন-চারজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিব (১৮), মজিবুর রহমানের ছেলে মামুন (২০) ও জয়নাল আবেদীনের ছেলে আক্তার হোসেন (১৮) রয়েছেন।
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির উল্লাহ জানান, আব্দুল্লাহপুর গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে নাচ-গান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসেন। ওই বাড়ির লোকজনের অভিযোগ, তাদের বাড়ির মেয়েদের ওই ছেলেরা উত্ত্যক্ত করা তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। তারা পরে দলবল নিয়ে আবার ওই অনুষ্ঠানে আসতে চাইলে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে তাদের বাধা দেওয়া হয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আর এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এসআই