বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুস্তম শিকদার (৬০) নামে এক ইজিবাইকের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট রাখা ছিলো। ধারণা করা হচ্ছে ইটের স্তূপের কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি পরিবহন চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইকযোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। পথে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়। এ সময় রুস্তমের স্ত্রী ফিরোজা ও ইজিবাইকচালক রানা গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ রুস্তমের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে জব্দ করা হলে চালক ও গাড়িটির সহযোগী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এএটি