ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুস্তম শিকদার (৬০) নামে এক ইজিবাইকের আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ইজিবাইকচালক রানা (২৬) ও নিহত রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত রুস্তম শিকদার উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট রাখা ছিলো। ধারণা করা হচ্ছে ইটের স্তূপের কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি পরিবহন চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইকযোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। পথে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়। এ সময় রুস্তমের স্ত্রী ফিরোজা ও ইজিবাইকচালক রানা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ রুস্তমের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে জব্দ করা হলে চালক ও গাড়িটির সহযোগী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।