ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
কলারোয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার মাহফুজার পরিবারে শোকের মাতম। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া এলাকা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 মৃত তিনজন হলো- মাহফুজা খাতুন ও তার দুই সন্তান, মাহফুজ (৯) ও মোহনা (৫)।

মৃত মাহফুজার স্বামী আব্দার আলী বাংলানিউজকে জানান, তিনদিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) তার মেয়েকে যৌন নির্যাতন করে। মোহনা বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়। পরে মাহফুজা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন। পরে মাহফুজা তার কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরিব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে। বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন।  

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বাংলানিউজকে জানান, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।