ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির এমপিদের সংসদে যোগ দেওয়ায় সমর্থন দিয়েছিলেন মওদুদ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
বিএনপির এমপিদের সংসদে যোগ দেওয়ায় সমর্থন দিয়েছিলেন মওদুদ

ঢাকা: বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে দলটির সদ্যপ্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সমর্থন দিয়েছিলেন বলে জানিয়েছেন হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামান চৌধুরীর শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সদস্য হারুনুর রশিদ তার দলের নেতা সদ্যপ্রয়াত মওদুদ আহমদকে স্মরণ করে একথা জানান।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

হারুনুর রশিদ বলেন, কখনও বলা হয়নি, আমরা বিএনপির সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পর ব্যারিস্টার মওদুদ আহমদ আমাকে সমর্থন দিয়েছিলেন।  

তিনি বলেছিলেন, হারুন সংসদে যোগ দিয়েছো, ঠিক কাজ করেছো। যেহেতু নির্বাচনে অংশ নিয়েছো তাই সংসদে গিয়ে নির্বাচনের কথাগুলো বলো।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।