ঢাকা: বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে দলটির সদ্যপ্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সমর্থন দিয়েছিলেন বলে জানিয়েছেন হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামান চৌধুরীর শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সদস্য হারুনুর রশিদ তার দলের নেতা সদ্যপ্রয়াত মওদুদ আহমদকে স্মরণ করে একথা জানান।
হারুনুর রশিদ বলেন, কখনও বলা হয়নি, আমরা বিএনপির সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পর ব্যারিস্টার মওদুদ আহমদ আমাকে সমর্থন দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, হারুন সংসদে যোগ দিয়েছো, ঠিক কাজ করেছো। যেহেতু নির্বাচনে অংশ নিয়েছো তাই সংসদে গিয়ে নির্বাচনের কথাগুলো বলো।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসকে/এএ