গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামে ছোট ভাই ইলিয়াসের (৩৫) হাতে বড় ভাই জাহাঙ্গীর (৪০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার নিহতের শ্যালক সবুজ মিয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- ছোট ভাই ইলিয়াস (৩৫), তার স্ত্রী আলেয়া বেগম (২৫), বোন রুমি বেগম (৩০) ও মা সুফিয়া বেগম (৫০)।
মামলা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর ও ইলিয়াসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস ও তার লোকজন বড়ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথড়ি আঘাত করে গুরুতর জখম করে।
প্রতিবেশীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এনটি