কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় ট্রাকচাপায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে উপজেলা টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন টৈটং ইউনিয়নের হিরাবুনিয়া এলাকার ইসলাম আহমদের ছেলে। আহত মো. ইসমাইলকে (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টৈটং বাজারে গিয়াস উদ্দিনের একটি মুদিদোকান আছে। রাতে দোকান বন্ধ করে ইসমাইলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় হাজীবাজার এলাকায় পৌঁছলে গরুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। এ সময় গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
ওএইচ/