ঢাকা: রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় একটি কার্টনের ভিতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ভাষানটেক ডেন্টাল কলেজের সামনে থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা ডেন্টাল কলেজের সামনে কার্টনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা টেপ দিয়ে মোড়ানো কার্টন খুলে তার ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে কার্টনের ভেতরে ঢুকিয়ে রাস্তায় ফেলে যায়। সিআইডি ক্রাইম সিন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এজেডএস/কেএআর