গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা পাঁচটি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ এপ্রিল) কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী হাফিজুল আমীন এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কুটবাড়ী ও জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলো। কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা পরিবেশের জন্য ক্ষতিকর। পরে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও কালিয়াকৈর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এক পর্যায়ে কয়লা ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা বিশাল আকারের পাঁচটি চুল্লি ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও কালিয়াকৈর বন বিভাগের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
আরএস/কেএআর