ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনায় মারা গেলেন রাকাব এজিএম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
করোনায় মারা গেলেন রাকাব এজিএম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শামীমা ফেরদৌস শিমুল

রাজশাহী: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭)।  

শনিবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ছিলেন।

এজিএম শামীমার অবস্থার অবনতি হলে তাকে গত ২৯ মার্চ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকেলে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি আর অফিস যেতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।