ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৫ টাকার জন্য  ভ্যান চালককে পিটিয়ে হত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
২৫ টাকার জন্য  ভ্যান চালককে পিটিয়ে হত্যা!

যশোর : যশোরের অভয়নগরে পাওনা ২০-২৫ টাকা না দেওয়ায় ভ্যান চালক শুকুর আলীকে (৫৫)  রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।

 

নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।

নিহতের ভাই মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, শনিবার  সন্ধ্যার দিকে  ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার টিটু ফকিরের গ্যারেজে সামনে গেলে শুকুর আলীর  কাছে পাওনা ২০/ ২৫ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির আমার ছোট ভাই শুকুরকে রেঞ্চ (লোহার যন্ত্রপাতি) দিয়ে মাথায় আঘাত করে।  এতে সে ঘটনা স্থলেই মারা যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রপ্রসুন মুখার্জী বাংলানিউজকে বলেন, মৃত অবস্থায় ভ্যান চালককে শুকুরকে হাসপাতালে আনা হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারিকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

 বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
ইউজি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।