ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শিশুর।

বৃহস্পতিবার দুপুরে (৮ এপ্রিল) জেলা সদরের ভবানীগঞ্জ সড়কের ইটভাঁটির সামনে ইজিবাইকের ধাক্কায় নিহত হয় হাবিবা আক্তার (১০)।

হাবিবা দিনাজপুরের খানসামার মরিয়ম বাজার গ্রামের হবিবর রহমানের মেয়ে। এ ঘটনায় ইজিবাইকের চালক পালিয়ে যায়। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

অপরদিকে জেলা সদরের কচুকাটা বাজারে পাওয়ার ট্রলির চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়। বুধবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে কচুকাটা বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলি ইউনিয়নের উত্তরদুরাকুটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

এ ঘটনার পর ঘাতক ট্রলি আটক করলেও চালক পালিয়ে যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।