ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট: সিলেটে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড়, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ঢালিপাড়ার একটি গোড়ডাউন থেকে এসব পণ্য সামগ্রী জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. বি এম আশরাফ উল্যাহ তাহের বাংলানিউজকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি-কাপড়, থ্রি-পিস ও কসমেটিকস সামগ্রী সিলেটে আনা হয়। অবৈধ পণ্যের চালানটি ওই এলাকার আবদুল মান্নানের গোডাউনে মজুদ রাখা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালানটি জব্দ করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযানকালে চোরাচালানী কাউকে আটক করা যায়নি। তবে সিজার লিস্ট তৈরি না করলেও জব্দ পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার ওপরে (৫১ লাখ টাকা) হবে। মামলা দায়েরক্রমে সিরাজ লিস্ট প্রস্তুত করা হবে। জব্দ করা পণ্য সামগ্রীর মধ্যে কয়েক বস্তাভর্তি ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ডায়াবেটিস স্টিক ১২ হাজারের ওপরে, ইমামী প্রসাধনী রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।