ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে কোয়ারিতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
সিলেটে কোয়ারিতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটে কোয়ারি থেকে পাথর তুলতে গিয়ে পলাশ মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শনিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলং জুমপাড় আবু তাহের গংদের পাথর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত পলাশ মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দাইটাপাড়া গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি জাফলংয়ের মামারবাজার সংলগ্ন একটি কলোনি থেকে পাথর তোলার কাজ করতেন।
 
স্থানীয় সূত্র জানায়, কোয়ারি থেকে পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এদিন সন্ধ্যায় প্রশাসনের অগোচরে আবু তাহের গংরা কোয়ারি থেকে শ্রমিক দিয়ে অবৈধভাবে পাথর তোলার সময় গর্তে চাপা পড়েন পলাশ মিয়া। সহকর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।  
 
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপনে পাথর তোলার সময় কোয়ারিতে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। তবে এ ঘটনায় কোয়ারি মালিকদের কাউকে আটক করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।