ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কওমি মাদরাসা-মসজিদকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
কওমি মাদরাসা-মসজিদকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি হেফাজতের

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছিল হেফাজতে ইসলাম।  

রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।

 

বৈঠক শেষে হেফাজতে ইসলামের পক্ষ কয়েকটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যায়ভাবে গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, করোনার অজুহাতে কওমি মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করে কওমি মাদরাসা লকডাউনের আওতামুক্ত রাখতে হবে, পবিত্র রমজান মাসে খতমে তারাবি, ইতিকাফসহ কোনো ধরনের ইবাদতে বাধা দেওয়া যাবে না, ধর্মীয় উপাসনালয় মসজিদকে সম্পূর্ণ লকডাউনের আওতামুক্ত রাখতে হবে এবং প্রশাসন কর্তৃক মাদরাসায় মাদরাসায় গিয়ে তথ্য সংগ্রহের নামে হয়রানি বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।