ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লকডাউন: চাঁদপুরে ৮১ যানবাহন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
লকডাউন: চাঁদপুরে ৮১ যানবাহন জব্দ লকডাউন না মানায় ৮১ যানবাহন জব্দ

চাঁদপুর: লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে যাত্রী বহন করায় চাঁদপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক, মোটরসাইকেলসহ মোট ৮১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথম ভোর থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে পর্যন্ত শহরের বিভিন্ন চেকপোস্ট থেকে যানবাহনগুলো জব্দ করা হয়।

সরেজমিনে জব্দ যানবাহনগুলো চাঁদপুর স্টেডিয়াম মাঠে সারি সারি করে রাখতে দেখা গেছে।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে জানান, মূলত লকডাউন না মেনে যাত্রী বহন করায় বুধবার ভোর থেকে   বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত জেলা শহরের বাবুরহাট, ওয়ারলেছ মোড়, সার্কিট হাউজ, ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড থেকে ৮১টি যানবাহন জব্দ করা হয়। জব্দ যানবাহনের মধ্যে ৭২টি অটোরিকশা, ছয়টি ট্রাক, তিনটি মোটরসাইকেল রয়েছে। জব্দ যানবাহন মালিকদের ট্রাফিক আইনে জরিমানা করা হয়নি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত আছেন। কয়েকদিন জব্দ যানবাহনগুলো আটক রাখার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্কতামূলক জরিমানা করে এগুলো ছাড়ার ব্যবস্থা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।